বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, সীতাকুণ্ড-চট্টগ্রাম

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে ২৫ কিঃমি উত্তরে একটি বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার। এই বাজারের মধ্য দিয়ে মাত্র ১৫ মিনিটে পৌঁছানো যায় বাঁশবাড়িয়া সমুদ্র উপকুলে। এই সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হল, প্রায় আধা কিলোমিটারের বেশি আপনি সমুদ্রের ভিতর হেটে যেতে পারবেন। হেঁটে যাওয়ার জন্য একটি ব্রীজ বানানো হয়েছে।

কিভাবে যাবেনঃ

ঢাকা থেকে চট্রগ্রামগামী যে কোন বাসে করেই যেতে পারবেন সীতাকুন্ড। এসি ও নন এসি এইসব বাসের ভাড়া ৪২০-১০০০ টাকা। প্রয়োজন হলে বাসের সুপারভাইজার কে আগেই বলে রাখবেন সীতাকুন্ড নামিয়ে দিতে। ঢাকা থেকে সীতাকুন্ড মেইল ট্রেনে করে জনপ্রতি ১২০ টাকা ভাড়া সীতাকুণ্ড আসতে পারেন। ঢাকা থেকে আন্তঃনগর ট্রেনে করে ফেনী যেতে পারবেন, শ্রেনী ভেদে ভাড়া ২৬৫-৮০০ টাকা। ফেনী থেকে লোকাল বাসে করে সীতাকুণ্ড যেতে পারেন। ফেনী থেকে লোকাল বাসে সীতাকুণ্ড যেতে ৫০ থেকে ৭০ টাকা ভাড়া লাগবে।




চট্টগ্রামের অলংকার নামক জায়গা থেকে সীতাকুণ্ড যাওয়ার যেকোন বাস বা টেম্পুতে করে বাঁশবাড়িয়া নামতে হবে। ভাড়া ৩০-৪০ টাকা। অলংকার থেকে চট্টগ্রাম হাইওয়ে ধরে ২৩ কিঃমিঃ যেতে হবে। এটা বাড়বকুন্ডের একটু আগে। বাঁশবাড়িয়া নামার পর সিএনজি তে করে আরো ২.৫ কিঃমিঃ গেলে বেড়িবাঁধ পাওয়া যাবে। সিএনজি ভাড়া জনপ্রতি ২০টাকা করে। চাইলে রিজার্ভও নেওয়া যায়। ওখানেই বাঁশবাড়িয়া (Bashbaria Sea Beach) সমুদ্র সৈকত। সিএনজি রিজার্ভ করে নিতে পারেন তাহলে আপনাকে বাঁধের সামনে পযর্ন্ত নিয়ে যাবে। রিজার্ভ ভাড়া ৩০০ টাকা নিবে।

কোথায় থাকবেনঃ

সীতাকুণ্ড বাজারে সাইমুন এবং সৌদিয়া হোটেলে থাকতে পারবেন। সাইমুনে ৩০০ থেকে ৬০০ টাকায় রুম পাবেন আর সৌদিয়ায় রুমের ভাড়া ৬০০ থেকে ১৬০০ টাকার মধ্যে । আরো ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্রগ্রাম চলে যেতে হবে।

চট্টগ্রামের কিছু ভাল মানের হোটেলের ঠিকানা ও যোগাযোগের নাম্বারঃ

হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল
স্টেশন রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৭১৩ ২৪৮৭৫৪, ০৩১ ২৮৫৬৭৭১

হোটেল সাফিনা লিঃ
৫০ জুবিলি রোড, কোতয়ালী, চট্টগ্রাম
ফোনঃ ০৩১ ৬১৬৪৬৭

হোটেল নব ইন
রোড-৫, বাড়ি-৫, ও আর নিজাম রোড আ/এ, চট্টগ্রাম
ফোনঃ ০১৭৫৫ ৬৫৪৩৮২

এশিয়ান এসআর হোটেল
২৯১ স্টেশন রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৭১১ ৮৮৯৫৫৫

ল্যান্ডমার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
৩০৭২ শেখ মুজিব রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৮২০ ১৪১৯৯৫, ০১৭৩১ ৮৮৬৯৯৭

আরও পড়ুনঃ গুলিয়াখালি সমুদ্র সৈকত

সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার স্থানে ফেলে দিবেন।