খান মোহাম্মদ মৃধা মসজিদ, লালবাগ, ঢাকা

খান মোহাম্মদ মৃধা মসজিদ ঢাকা জেলার লালবাগে অবস্থিত। পুরান ঢাকায় যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে এটি একটি। ১৭০৪-০৫ সালে ঢাকার প্রধান কাজী, কাজী খান মোহাম্মদ এবাদউল্লাহর নির্দেশে এই মসজিদটি নির্মাণ করা হয়।

লালবাগ দূর্গের পশ্চিমে আতশখানায় দাঁড়িয়ে আছে পুরান ঢাকার অন্যতম মোগল স্থাপত্য খান মোহাম্মদ মৃধা মসজিদ। স্থাপত্যের দিক দিয়ে মসজিদটি বেগম বাজার মসজিদ, মুসা খান মসজিদের সাথে বেশ মিল আছে। এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত্তি প্রায় সতের ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর। প্ল্যাটফর্মের নীচে টানা করিডোর,পাশে ছোট ছোট প্রকোষ্ঠ রয়েছে। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত। ধারণা করা হয় এখানেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো,আর নীচের ঘর গুলো ছিল থাকার  জায়গা।

লালবাগ কেল্লা ঘুরতে আসলে দেখে যেতে পারেন এই মসজিদটি।

কিভাবে যাবেনঃ
যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তারা প্রথমে সেসব জেলা থেকে বাস, ট্রেন বা লঞ্চের (যে জেলার জন্য যে পরিবহণ ব্যবস্থা চালু রয়েছে) মাধ্যমে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকার যে কোন প্রান্ত থেকে আজিমপুর বাসষ্ট্যান্ডে নেমে সেখান থেকে লালবাগে রিক্সা বা হেঁটে যাওয়া যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাবু বাজার হয়ে লালবাগে যাওয়া যায়।

কোথায় থাকবেনঃ
যারা ঢাকায় থাকেন, তারা দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদের জন্য কিছু হোটেলের নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার দেয়া হলোঃ
হোটেল ডে মেরিডিয়ান
বাড়ি# ১১, রোড# ১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা ১২৩০
ফোনঃ ০১৭০১৭৬৭৬৭৬, ০১৮২৩০৬৩৩৫৮, ০১৭০৬৬৪৩৪৪২

হোটেল ৭১
১৭৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০
ফোনঃ ০১৭৫০০৭৬৯৩৩

হোটেল ভিক্টরী
৩০/এ, ভিআইপি রোড, নয়া পল্টন, ঢাকা ১০০০
ফোনঃ +৮৮-০২-৯৩৫৩০৫৫, +৮৮-০২-৯৩৫৩০৮৮

লেক শোর হোটেল
বাড়ী# ৪৬, রোড# ৪১, গুলশান ২, ঢাকা ১২১২
ফোনঃ +৮৮-০২-৮৮৬১৭৮৭, +৮৮-০২-৮৮৫৯৯৯১

হোটেল রাজমনি ঈশা খাঁ
৮৯/৩, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা
ফোনঃ +৮৮-০২-৮৩২২৪২৬-৯

সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন।