জাতি-তাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম

বাংলাদেশের একমাত্র জাতি-তাত্ত্বিক (Ethnological Museum) যাদুঘরটি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত।
এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্য চট্টগ্রামের জাতি-তাত্ত্বিক জাদুঘর অন্যতম। আরেকটি রয়েছে জাপানে।জাদুঘরটিতে বাংলাদেশের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি এবং বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। ষাটের দশকের প্রথমার্ধে স্থাপিত এই নৃতত্ত্ব জাদুঘরে ৪টি গ্যালারি ও একটি ছোট হল রয়েছে। এতে দেশের ৩৭টি আদিবাসী সম্প্রদায়ের এবং অন্য ৪টি দেশের আদিবাসীদের জীবনযাত্রা ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। জাদুঘরে একটি ছোট লাইব্রেরিও রয়েছে।

বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, চক, তংচোঙ্গা, মুরং, খুমি, গারো, বাউম, পাঙ্খ, লুসাই, খিয়াং, মনিপুরী, খাসিয়া, ওরায়ন, হাজং, মান্দাই, দালুই, হদি, বোনা, পলিয়া, কচ, রাজবংশী, সাঁওতাল, মুন্দা এবং হো। এই জাদুঘরটি যে শুধু অতীতকে সংরক্ষণ করছে তাই নয় বরং দেশের উন্নয়নের সাথে সাথে জাদুঘরটিও বিস্তার লাভ করছে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের সামনে বর্তমানকে সার্থকতার সাথে তুলে ধরছে।




প্রবেশমূল্যঃ
জাতি-তাত্ত্বিক জাদুঘরে জনপ্রতি প্রবেশ বা টিকেট মূল্য হচ্ছে-
মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী- ৫ টাকা
দেশী দর্শক- ২০ টাকা
সার্কভুক্ত দেশের দর্শক- ১০০ টাকা
বিদেশী দর্শক- ২০০ টাকা
(পাঁচ বছরের কম বয়সী শিশু ও প্রতিবন্ধীদের প্রবেশমূল্য বা টিকেটের প্রয়োজন নেই)

পরিদর্শনের সময়সূচি ও সাপ্তাহিক বন্ধঃ
শীতকালীন সময়সূচি (অক্টোবর থেকে মার্চ)
মঙ্গলবার থেকে শনিবার – সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা (বিরতি দুপুর ১ টা থেকে ১ঃ৩০ পর্যন্ত)
শুক্রবার – সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা (বিরতি দুপুর ১২ঃ৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত)
সোমবার – দুপুর ১ঃ৩০ থেকে বিকাল ৫ টা

গ্রীষ্মকালীন সময়সূচি (এপ্রিল থেকে সেপ্টেম্বর)
মঙ্গলবার থেকে শনিবার – সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা (বিরতি দুপুর ১ টা থেকে ১ঃ৩০ পর্যন্ত)
শুক্রবার – সকাল ১০ টা থেকে বিকাল ৬ টা (বিরতি দুপুর ১২ঃ৩০ থেকে দুপুর ২ঃ৩০ পর্যন্ত)
সোমবার – দুপুর ২ঃ৩০ থেকে বিকাল ৬ টা
বন্ধঃ রবিবার সাপ্তাহিক বন্ধ। এই দিনে জাদুঘর বন্ধ থাকে। এছাড়াও সরকারী ছুটির দিনেও বন্ধ থাকে।

কিভাবে যাবেনঃ
যেকোন জেলা থেকে আপনাকে প্রথমে চট্টগ্রাম আসতে হবে।ঢাকা থেকে যেতে চাইলে অনেক বাস এবং ট্রেন আছে। বিমানযোগেও যেতে পারবেন। তারপর আগ্রাবাদের সাবদার আলী রোডে আসতে হবে। জাদুঘরের ঠিকানাটি হচ্ছেঃ

জাতি-তাত্ত্বিক জাদুঘর
সাবদার আলী রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম ৪১০০

কোথায় থাকবেনঃ
চট্টগ্রামের কিছু ভাল মানের হোটেলের ঠিকানা ও যোগাযোগের নাম্বারঃ

হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল
স্টেশন রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৭১৩ ২৪৮৭৫৪, ০৩১ ২৮৫৬৭৭১

হোটেল সাফিনা লিঃ
৫০ জুবিলি রোড, কোতয়ালী, চট্টগ্রাম
ফোনঃ ০৩১ ৬১৬৪৬৭

হোটেল নব ইন
রোড-৫, বাড়ি-৫, ও আর নিজাম রোড আ/এ, চট্টগ্রাম
ফোনঃ ০১৭৫৫ ৬৫৪৩৮২

এশিয়ান এসআর হোটেল
২৯১ স্টেশন রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৭১১ ৮৮৯৫৫৫

ল্যান্ডমার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট
৩০৭২ শেখ মুজিব রোড, চট্টগ্রাম
ফোনঃ ০১৮২০ ১৪১৯৯৫, ০১৭৩১ ৮৮৬৯৯৭

সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন।