টেকনাফ সমুদ্র সৈকত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। এখানে বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন শামুক, ঝিনুক, কাঁকড়া ইত্যাদি ছাড়াও দেখা মিলবে ম্যানগ্রোভ, সৈকত, লেগুনসহ নানা পদের উদ্ভিদের। টেকনাফে প্রাকৃতিকভাবেই ম্যানগ্রুভ বন রয়েছে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে টেকনাফ সরাসরি বাস সার্ভিস রয়েছে। আপনি যদি ট্রেনে যেতে চান, তাহলে প্রথমে ট্রেনে যেতে হবে চট্টগ্রাম। সেখান থেকে টেকনাফের বাস পাবেন। আপনি যদি কক্সবাজার ভ্রমনে যান, তাহলে যেকোন একদিন দিনেই দিনেই টেকনাফ সি-বীচ থেকে ঘুরে আসতে পারবেন। কক্সবাজার থেকে বাসে করে চলে যেতে পারবেন টেকনাফ।
এখানে দেখুন ঢাকা-টেকনাফ বাস সার্ভিস
কোথায় থাকবেন
আপনি যদি টেকনাফে থাকতে চান, তাহলে এখানে কিছু হোটেলের ঠিকানা আর যোগাযোগের নাম্বার দেয়া হলোঃ
হোটেল নে টং
কিরনতলী, টেকনাফ
ফোনঃ ০৩৪২৬-৭৫১০৪
(এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে পরিচালিত)
মিল্কি রিসোর্ট
কে, কে পাড়া, বাস স্টেশন, টেকনাফ
ফোনঃ ০১৮৪২২২১৫০০
সেন্ট্রাল রিসোর্ট
সেন্ট্রাল পয়েন্ট, টেকনাফ সি বীচ, মেরিন ড্রাইভ রোড, মহেশখালিয়াপাড়া, টেকনাফ ফোনঃ ০১৮৩৮৩৭৯৩৭২, ০১৮৩৮৩৭৯৩৭৩
সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন।