বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িটি প্রায় ২০০ বছরের পুরাতন। প্রায় ১৬০০০ বর্গমিটার আয়তনে তৈরী করা বিশাল এই জমিদার বাড়িটিতে রয়েছে প্রায় ২০০টি কক্ষ । বাড়ির পেছনে একটি পুকুর আছে, যেটিতে রয়েছে চারটি ঘাট। এটি ‘দশ-আনি-জমিদারবাড়ি’ নামেও পরিচিত ছিল। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি অধিগ্রহন করে এর রক্ষণাবেক্ষন করছে।
প্রবেশ মূল্যঃ বাংলাদেশীদের জন্য ২০ টাকা, সার্কভুক্ত দর্শনার্থী-১০০ টাকা, বিদেশি দর্শনার্থী- ২০০ টাকা।
ভ্রমণ সময়সূচী ও সাপ্তাহিক বন্ধঃ
গ্রীষ্মকালীন সময়সূচী (এপ্রিল – সেপ্টেম্বর)
মঙ্গলবার থেকে শনিবার– সকাল ১০টা থেকে দুপুর ১ টা এবং দুপুর ১:৩০ থেকে সন্ধ্যা ৬ টা
শুক্রবার- সকাল ১০টা থেকে দুপুর ১২:৩০ টা এবং দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৬ টা
রবিবার- সাপ্তাহিক বন্ধের দিন
সোমবার- দুপুর ১:৩০ থেকে বিকাল ৫ টা
শীতকালীন সময়সূচী (অক্টোবর – মার্চ)
মঙ্গলবার থেকে শনিবার– সকাল ৯টা থেকে দুপুর ১ টা এবং দুপুর ১:৩০ থেকে বিকাল ৫ টা
শুক্রবার- সকাল ৯টা থেকে দুপুর ১২:৩০ টা এবং দুপুর ২:০০ থেকে বিকাল ৫ টা
রবিবার- সাপ্তাহিক বন্ধের দিন
সোমবার- দুপুর ১:৩০ থেকে বিকাল ৫ টা
(সরকারী ছুটির দিনে বন্ধ থাকে। এছাড়া রোজার মাসে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে।)
কিভাবে যাবেনঃ ব্যক্তিগত গাড়িতে করে অথবা গাবতলী থেকে বেশ কিছু বাস মানিকগঞ্জ যায় যেগুলোতে করে ঘুরে আসতে পারে এই জমিদার বাড়িটি। বাসের মধ্যে উল্লেখযোগ্য এস বি লিংক, বিআরটিসি ইত্যাদি। বালিয়াটি পর্যন্ত ভাড়া ৮০ টাকা। এর পর বালিয়াটি থেকে জমিদারবারি মিনিট তিনেক হাটা পথ অথবা গাবতলী থেকে সাটুরিয়া পর্যন্ত ভাড়া ৭৫ টাকা , সেখান থেকে অটোতে করে জমিদার বাড়ি ১০ টাকা। আবার সাটুরিয়া নেমে সেখান থেকে সিএনজি করেও যেতে পারবেন।
খাবার ব্যবস্থাঃ জমিদার বাড়ির আশেপাশে অনেক খাবারের দোকান আছে, সেগুলোর যেকোন একটা থেকে খাবার খেয়ে নিতে পারবেন।
কোথায় থাকবেনঃ ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব যেহেতু খুব বেশি নয়, তাই দিনে দিনেই ঘুরে আবার ফিরে আসা সম্ভব। সেক্ষেত্রে সেখানে থাকার কথা না চিন্তা করলেও চলবে। তারপরও যদি থাকার প্রয়োজন হয়, তাহলে নারায়নগঞ্জ সদরে কিছু হোটেল আছে, যেখানে থাকতে পারবেন।
এখানে কিছু হোটেলের নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার দেয়া হলোঃ
১। মানিকগঞ্জ রেসিডেনসিয়াল বোর্ডিং
২০৮, শহীদ রফিক সড়ক, মানিকগঞ্জ
ফোনঃ ০৬৫১ ৬১৩৫৯
২। জেলা পরিষদ বোর্ড হাউজ
শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের পাশে, মানিকগঞ্জ, বাংলাদেশ;
ফোনঃ ০৬৫১-৬১৪৬৩
৩। আরব বিল্ডিং রেস্ট হাউজ
বেউথা, মানিকগঞ্জ
ফোনঃ ০৬৫১-৬১২৬৪
৪। নবীন রেসিডেনসিয়াল বোর্ডিং
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড (নবীন সিনেমা হলের পাশে), মানিকগঞ্জ
ফোনঃ ০১৭১২ ৬১১৪৫২