জিন্দা পার্ক, নারায়নগঞ্জ

জিন্দা পার্কের আরেকটি নাম হলো ঐকতান ইকো রিসোর্ট । কিন্তু সবার কাছে এটি এখন জিন্দা পার্ক নামেই বেশি পরিচিতি পেয়েছে। নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার দাউদকান্দি ইউনিয়নে প্রায় ১৫০ একর জায়গার উপর গড়ে উঠেছে এই পার্কটি। পার্কটির ভিতরে ২৫০ প্রজাতির ১০ হাজারেও বেশি গাছ রয়েছে। নিরিবিলি পরিবেশের এই পার্কটিতে রয়েছে লেক, পুকুর, ট্রি-হাউজ, প্যাডেল বোট, বাংলো ইত্যাদি।

পার্কের ভেতরে রয়েছে একটি পাঠাগার, মসজিদ, স্কুল। শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। পার্কে কয়েকটি মাঠও রয়েছে ।

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে জিন্দা পার্কের দূরত্ব ৩৭ কিঃ মিঃ। ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে পুর্বাচল ৩০০ ফিট রোড দিয়ে যাওয়া যায়। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা সাইকেল নিয়ে যেতে পারবেন। পার্কিংয়ের সুবিধা রয়েছে।

কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে থেকে সিএনজি নিয়ে যাওয়া যাবে। সময় লাগবে ২৫-৩০ মিনিট। সিএনজি ভাড়া রিজার্ভ ৪০০-৫০০ টাকা।

বাসেও যেতে পারবেন। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে থেকে বিআরটিসি (BRTC) বাস পাওয়া যায়। কাঞ্চন ব্রিজ পর্যন্ত ভাড়া ৩০-৩৫ টাকা। কাঞ্চন ব্রিজ থেকে অটো পাবেন (রিজার্ভ ৮০-১০০ টাকা)।

সাপ্তাহিক বন্ধঃ জিন্দা পার্ক সপ্তাহের ৭দিনই খোলা থাকে। সকাল ৯ টা থেকে পার্কে প্রবেশ করা যায় এবং থাকা যায় সন্ধ্যা পর্যন্ত।

প্রবেশ ও পার্কিং টিকেট মূল্যঃ পার্কে প্রবেশ মূল্য ১০০ টাকা। গাড়ি/মাইক্রোবাস পার্কিং খরচ ৫০ টাকা, মোটরসাইকেল ৩০ টাকা এবং বাইসাইকেল ২০ টাকা।

খাবার ব্যবস্থাঃ পার্কে একটি রেস্টুরেন্ট আছে। ২২০ ও ২৭০ টাকার দুই রকম খাবার প্যাকেজ রয়েছে । যাতে পাবেন ভাত, মুরগি/গরু/খাসি, সবজি ও ডাল । চাইলে বাইরে থেকে খাবার নিতে পারবেন। কিন্তু এজন্য আপনাকে ২৫ টাকা অতিরিক্ত দিতে হবে।

পিকনিক করতে চাইলে দুই-তিনদিন আগেই পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। খাবারের ব্যবস্থা পার্ক কর্তৃপক্ষই করে থাকে। খাবারের আইটেম, লোক সংখ্যা বলে দিলে তারা আপনাকে খরচ বলে দিবে।

যোগাযোগঃ
ফোন- ০১৭১৬২৬০৯০৮, ০১৮১৬০৭০৩৭৭


সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন।

tree house-zinda park
জিন্দা পার্কের ট্রি-হাউজ 
wooder bridge of zinda park
কাঠের সেতু
zinda park library
জিন্দা পার্কের লাইব্রেরী
mosque inside Zinda park, Narayanganj
মসজিদ, জিন্দা পার্ক