সাতলা গ্রামের শাপলা রাজ্য

গ্রামের নাম সাতলা। এটি বরিশালের উজিরপুর ইউনিয়নে অবস্থিত। ভ্রমণপ্রিয় মানুষের কাছে এটি এখন শাপলার স্বর্গরাজ্য নামে খ্যাতি পেয়েছে। গ্রামটির আশেপাশের বিলেই এই শাপলার বিশাল বিস্তৃতি। আপনি যখন বাংলাদেশের জাতীয় ফুলের এই সমারোহ দেখবেন, চোখ জুড়িয়ে যাবে আপনার। সঙ্গে তো নৌকা ভ্রমণ বাড়তি পাওয়া হিসাবে থাকছেই।

কখন গেলে ভালঃ বছরের প্রায় নয় মাসই এই বিলে শাপলার চাষ হয়। মার্চের শুরু থেকে নভেম্বর পর্যন্ত যেকোন সময় ঘুরে আসতে পারেন। শাপলার সাম্রাজ্য দেখতে চাইলে, এই সময়টায় যাওয়াই ভাল।

যেভাবে যাবেনঃ বরিশালে বাস ও লঞ্চ দুইভাবেই যাওয়া যায়। বিমানযোগেও যাওয়া যায়। তবে লঞ্চে গেলেই ভ্রমণটা বেশি উপভোগ্য হবে আশা করা যায়। 

লঞ্চঃ ঢাকার সদরঘাট থেকে বেশ কিছু লঞ্চ বরিশাল যায়। বরিশাল পৌঁছানোর পর সেখান থেকে বাসে করে শিকারপুর। আর সেখান থেকে অটো রিকশায় সাতলা/উত্তর সাতলা। সেখানে পৌঁছে যাওয়ার পর বিলে ভ্রমণের জন্য নৌকা নিতে হবে।
বাসঃ বাসে করেও যেতে পারবেন। নেমে যেতে হবে উজিরপুরের নতুন হাট। সেখান থেকে অটো রিকশায় উত্তর সাতলা।

কোথায় থাকবেনঃ সাতলা গ্রাম বা এর আশেপাশে থাকার তেমন কোন উল্লেখযোগ্য হোটেল নেই। আপনি বরিশাল শহরে ফিরে এসে যেকোন হোটেলে থাকতে পারেন, যদি পরের দিন আরো কোন জায়গায় ঘুরে বেড়ানোর প্ল্যান থাকে। অথবা রাতের লঞ্চ অথবা বাসে করে গন্তব্যে ফিরতে পারেন।



সাতলা গ্রামের শাপলার বিল
ছবিঃ আরিফ রহমান