ঢাকার কাছেই সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর যা পানাম সিটি (Panam City) নামেও পরিচিত। সোনারগাঁয়ের আর সকল প্রাচীন শহরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম আকর্ষণীয়। পানাম নগরে প্রবেশ করলে রাস্তার দুইপাশে দেখতে পাবেন প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই সময়ের বিত্তশালী হিন্দু সম্প্রদায়ের বসবাস করা দালানগুলো। World Monument Fund বিশ্বের যে ১০০টি ধ্বংসপ্রায় প্রাচীন ঐতিহাসিক স্থাপনার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে প্রথম দিকে রয়েছে এই নগরের নাম।
নগরটি সোনারগাঁয়ের প্রায় ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠে। পানাম নগরের রাস্তার দুইপাশে মোট ৫২টি স্থাপনা রয়েছে, যার মধ্যে ৩১টি উত্তরদিকে আর বাকী ২১টি স্থাপনা বা দালান দক্ষিণদিকে অবস্থিত।
প্রবেশ মূল্যঃ বাংলাদেশীদের জন্য পানাম নগরে প্রবেশ টিকেটের মূল্য ২০ টাকা এবং বিদেশীদের জন্য ১০০ টাকা।
ভ্রমণ সময়সূচী ও সাপ্তাহিক বন্ধঃ
মঙ্গলবার – শনিবারঃ সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত
সোমবারঃ দুপুর ২টা থেকে ৫ টা পর্যন্ত
রবিবারঃ সাপ্তাহিক বন্ধ। অন্যান্য সরকারী ছুটির দিনেও বন্ধ থাকে।
কিভাবে যাবেনঃ ঢাকার খুব কাছে হওয়ায় ব্যক্তিগত গাড়ি বা বাসে করে খুব সহজেই সেখানে যাওয়া যায়। বাসে যেতে চাইলে গুলিস্তান থেকে উঠতে হবে। নেমে যেতে হবে ঢাকা-চট্টগ্রাম রোডের সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে এসি বাস সার্ভিসসহ বেশ কিছু বাস রয়েছে যেমন- বোরাক ট্রান্সপোর্ট(এসি), দোয়েল পরিবহণ, স্বদেশ পরিবহন। সেটাতেও যেতে পারেন। মোগড়াপাড়া চৌরাস্তায় নেমে সেখান থেকে অটোতে করে পানাম নগর চলে যেতে পারবেন।
কোথায় থাকবেনঃ ঢাকা থেকে দূরত্ব যেহেতু খুব বেশি নয়, তাই দিনে দিনেই ঘুরে আবার ফিরে আসা সম্ভব। সেক্ষেত্রে সেখানে থাকার কথা না চিন্তা করলেও চলবে। তারপরও যদি থাকার প্রয়োজন হয়, তাহলে নারায়নগঞ্জ সদরে কিছু হোটেল আছে, যেখানে থাকতে পারবেন।