ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী এমভি সুন্দরবন ১০ লঞ্চের প্রয়োজনীয় তথ্য
এমভি সুন্দরবন ১০ লঞ্চের কেবিন, ডেক ভাড়া ও অন্যান্য টিকেটের মূল্য | |
ডেক টিকেট | ২০০ টাকা |
সোফা | ৬০০ টাকা |
নন-এসি কেবিন (ডাবল) | ১৮০০ টাকা |
এসি কেবিন (ডাবল) | ২০০০ টাকা |
নন-এসি কেবিন (সিংগেল) | ৯০০ টাকা |
এসি কেবিন (সিংগেল) | ১০০০ টাকা |
ভিআইপি কেবিন (টু ইন ওয়ান) | ৬০০০ টাকা |
ভিআইপি কেবিন | ৫৫০০ টাকা |
ভিআইপি ডুপ্লেক্স | ৭০০০ টাকা |
এস ভিআইপি (১/২/৫/৭/৮/৯) | ৪০০০ টাকা |
এস ভিআইপি (৩/৪) | ৩৫০০ টাকা |
সৌখিন | ৩৫০০ টাকা |
এম ভি সুন্দরবন ১০ বাংলাদেশের অন্যতম বৃহত্তম যাত্রীবাহী লঞ্চ। অনেকে এটিকে ‘বাংলার টাইটানিক’ নামে অভিহিত করে থাকেন। লঞ্চটিতে লিফট, খাবার ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া ইত্যাদি সুবিধা রয়েছে। এটিতে ওয়াইফাই ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থাও রয়েছে।
মোট ১৫০০ যাত্রী বহনে সক্ষম লঞ্চটি। যাত্রীদের যাত্রাকে আরামদায়ক করার জন্য এতে রয়েছে ডেক, সোফা, কেবিন ও ভিআইপি কেবিন। লঞ্চটিতে ১৫টি ভিআইপি কেবিন, ২০০ টি প্রথম শ্রেনীর কেবিন রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য লঞ্চটিতে সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে।
** লঞ্চের টিকেটের মূল্য যেকোন সময় পরিবর্তিত হতে পারে। লঞ্চের নতুন ভাড়া বা অন্য যেকোন প্রয়োজনীয় তথ্য জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন। আমরা তথ্য হালনাগাদ করবো।