আহসান মঞ্জিল, ঢাকা

ঢাকা জেলার পুরানো ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বর্তমান ইসলামপুরে আহসান মঞ্জিল অবস্থিত। এটি ব্রিটিশ ভারতের উপাধিপ্রাপ্ত ঢাকার নওয়াব পরিবারের বাসভবন ও সদর কাচারি ছিল। এর অনবদ্য অলঙ্করন ও স্থাপত্যশৈলীর কারনে এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ ১৮৩০ সালে ফরাসিদের নিকট নীথেকে এই কুঠিটি ক্রয়পূর্বক সংস্কারের মাধ্যমে নিজ বাসভবনের উপযোগী করেন। পরবর্তীতে নওয়াব আব্দুল গনি ১৮৬৯ সালে এই প্রাসাদটি পুন:নির্মাণ করেন এবং প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল।

নবাব পরিবারের স্মৃতি বিজড়িত এই প্রাসাদটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে আহসান মঞ্জিলের মূল প্রাসাদটি গ্যালারি আকারে রূপান্তর করা হয়েছে। এতে রয়েছে মোট ২৩ টি গ্যালারি। ১৯০৪ সালে তোলা ফ্রিৎজকাপের আলোকচিত্র অনুযায়ী বিভিন্ন কক্ষ ও গ্যালারিগুলো  সাজানো হয়েছে।




প্রবেশ টিকেট মূল্যঃ
বাংলাদেশী নাগরিক- ২০ টাকা
সার্কভুক্ত দেশের পর্যটক- ৭৫ টাকা
অন্যান্য দেশের পর্যটক – ১০০ টাকা

ভ্রমণ সময়সূচী ও সাপ্তাহিক বন্ধঃ
গ্রীষ্মকালীন সময়সূচি: (এপ্রিল-সেপ্টেম্বর) – (শনিবার-বুধবার) সকাল ১০.৩০ টা – বিকাল ৫.৩০ টা। শুক্রবার- বিকেল ৩.০০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
শীতকালীন সময়সূচি: (অক্টোবর –মার্চ) – (শনিবার-বুধবার) সকাল ৯.৩০ টা – বিকাল ৪.৩০ টা। শুক্রবার – দুপুর ২.৩০ টা – সন্ধ্যা ৭.৩০ টা।
বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি। এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকবে।
এছাড়া রোজার মাসে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে।
ফোন: ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬

কিভাবে যাবেনঃ
যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তারা প্রথমে সেসব জেলা থেকে বাস, ট্রেন বা লঞ্চের (যে জেলার জন্য যে পরিবহণ ব্যবস্থা চালু রয়েছে) মাধ্যমে ঢাকায় আসতে হবে। তারপর ঢাকার যেকোন প্রান্ত থেকে  বাস, গাড়ী, বা সিএনজি অটোরিকশা করে আহসান মঞ্জিল যেতে পারবেন।

কোথায় থাকবেনঃ
যারা ঢাকায় থাকেন, তারা দিনে দিনেই ঘুরে আসতে পারবেন। আর যারা ঢাকার বাইরে থেকে আসবেন, তাদের জন্য কিছু হোটেলের নাম, ঠিকানা ও যোগাযোগের নাম্বার দেয়া হলোঃ

হোটেল ডে মেরিডিয়ান
বাড়ি# ১১, রোড# ১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা ১২৩০
ফোনঃ ০১৭০১৭৬৭৬৭৬, ০১৮২৩০৬৩৩৫৮, ০১৭০৬৬৪৩৪৪২

হোটেল ৭১
১৭৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০
ফোনঃ ০১৭৫০০৭৬৯৩৩

হোটেল ভিক্টরী
৩০/এ, ভিআইপি রোড, নয়া পল্টন, ঢাকা ১০০০
ফোনঃ +৮৮-০২-৯৩৫৩০৫৫, +৮৮-০২-৯৩৫৩০৮৮

লেক শোর হোটেল
বাড়ী# ৪৬, রোড# ৪১, গুলশান ২, ঢাকা ১২১২
ফোনঃ +৮৮-০২-৮৮৬১৭৮৭, +৮৮-০২-৮৮৫৯৯৯১

হোটেল রাজমনি ঈশা খাঁ
৯/৩, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা
ফোনঃ +৮৮-০২-৮৩২২৪২৬-৯

সচেতনতাঃ ভ্রমণের সময় ভ্রমণস্থানের পরিবেশ যাতে নোংরা না হয়, সেদিকে অবশ্যই নজর রাখুন। যেকোন খাবারের প্যাকেট, পানির বোতল ইত্যাদি যেখানে-সেখানে না ফেলে ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলুন। সেরকম কোন জায়গা তাৎক্ষনিক খুঁজে না পেলে সেগুলো নিজের সাথেই রাখুন। পরে সুযোগ-সুবিধামতো ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলে দিবেন।